ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৬ নভেম্বর ২০২৪, ১৬:২৬

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচটি মাঠে গড়িয়েছে। সাত মাস পর ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

পরিসংখ্যানের দিক থেকে আফগান থেকে এগিয়ে রয়েছে টাইগাররা। এক দিনের ক্রিকেটে এখনও পর্যন্ত ১৬ বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০টিতে জয় পেয়েছে টাইগাররা। আর ৬টি জয় রশিদ খানদের।

পরিসংখ্যানে এগিয়ে থাকলেও এ সিরিজ জেতা সহজ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কারণ, টাইগার ব্যাটারদের টানা ব্যর্থতার পাশাপাশি দলে নেই সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া প্রতিটি ম্যাচেই বিশেষ ভূমিকা পালন করেছেন এই অলরাউন্ডার। ফলে দলের সেরাটা ক্রিকেটারকে ছাড়া খেলতে নেমে কঠিন পরীক্ষা দিতে শান্ত-মিরাজদের। এ ছাড়াও জ্বরের কারণে নেই লিটন দাসও।

এদিকে নিজেদের সবশেষ সিরিজে ইতিহাস গড়েছিল আফগানিস্তান। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে রশিদ-নবিরা। এ ছাড়াও ব্যাটিং-বোলিং সব ফরম্যাটেই ভারসাম্য রয়েছে আফগানিস্তানের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান (একাদশ): রহমানুল্লাহ গুরবাজ , সাদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গেলিয়া খারোতে ও ফজল হক ফারুকী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ