বিশ্বকাপ যাত্রা নিয়ে হঠাৎ নাটকীয়তা। বিসিবি থেকে একবার বলা হলো ফ্লাইট স্থগিত, আবার আধা ঘণ্টা পরে জানানো হলো নির্ধারিত সময়েই যাবে ফ্লাইট! তবে নানা অনিশ্চয়তার দোলাচলের মধ্যে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে রোববার রাত ১২টা ৩০ মিনিটে টাইগার ক্রিকেটারদের নিয়ে ওমানের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।
এর আগে পূর্বনির্ধারিত সময়নুযায়ী রাত ১০টা ৪৫ মিনিটে যাত্রার কথা ছিল। সেই অনুযায়ী ক্রিকেটারসহ সাপোর্ট স্টাফরা ব্যাগপত্র গোচাচ্ছিলেন। কিন্তু বিকাল থেকে পরিস্থিতি নানা দিকে মোড় নিতে থাকে। অন্তর্জালে উড়ে বেড়াচ্ছিল নানা খবর। কখনো মনে হচ্ছে স্থগিত আবার কখনো বলা হচ্ছে যথা সময়েই হবে ফ্লাইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্টসহ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স থেকেও সুনির্দিষ্ট কিছু জানাতে পারেনি। এতসব কিছু হচ্ছিল ওমানে আঘাত হানা ঘূর্ণিঝড় শাহীনের কারণে। এই শাহীনের এতটাই প্রভাব, ডুবে গেছে মাস্কটের নানা গুরুত্বপূর্ণ স্থান। তাই এত কাণ্ড।
সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সদস্যরা ওমান যাত্রা করেন। আইপিএলে খেলার জন্য সাকিব-মোস্তাফিজ আরব আমিরাতে অবস্থান করছেন। তারা দুজন ৯ অক্টোবর আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।
আগামীকাল ৪ অক্টোবর একদিন রুম কোয়ারেন্টাইন। এরপর ৫ অক্টোবর থেকে ৭ দিনের অনুশীলন শুরু এবং সেটাই হবে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রস্তুতি।
এই ৭ দিনের অনুশীলন শেষে ১২ ও ১৪ অক্টোবর ওমানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে প্রথম ম্যাচ বাংলাদেশের।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ