ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

এবারও ছাদখোলা বাসে সাফজয়ীদের বরণ করবে বাফুফে

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ২২:৩০

এবারও সাফজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসের মাধ্যমে বরণ করে নেবে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

জানা গেছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া দুইটা নাগাদ বাংলাদেশে অবতরণ করবে সাফজয়ীদের বহনকারী বিমান। সেখান থেকেই ছাদখোলা বাসে চড়ে বাফুফে ভবনে যাবেন নারী ফুটবলাররা।

প্রসঙ্গত, ২০২২ সালে এই নেপালকে-ই ৩-১ গোলে প্রথমবার সাফ শিরোপা জয় করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল।

তবে এবারের আসরে প্রথম ম্যাচে পাকিস্তানে সঙ্গে ১-১ ড্রয়ে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। পরে অবশ্য গ্রুপপর্বে ভারত ও সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ঠিকই আরেকটি শিরোপার খুব কাছে চলে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত দশরথ স্টেডিয়ামে আরও একবার স্বাগতিক নেপালকে হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসব করেছেন মনিকা-ঋতুপর্ণারা।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ