ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

পেনাল্টি মিস রোনালদোর, কিংস কাপ থেকে বিদায় আল নাসরের 

প্রকাশনার সময়: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৪৭

দ্বিতীয়ার্থের যোগ করা সময়ে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে সমতায় ফেরাতে ব্যর্থ হয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল মিসের কারণে আল-তাউয়ুনের কাছে ম্যাচটি হেরে যায় আল নাসর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সৌদি আরবের কিংস কাপের শেষ ষোলোতে ১-০ গোলে হেরেছে আল নাসর।

অন্যদিকে শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আল-তাউয়ুন। ম্যাচের ৭১ মিনিটে, ওয়ালিদ আল-আহমেদের গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল-আহমেদই নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে আল নাসরকে সমতার সুযোগ করে দেন।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ আল নাসর। সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথম ১৮টি পেনাল্টিতে গোল করা রোনালদো এবার বাইরে মেরে বসেন।

কিংস কাপ থেকে বিদায় নিলেও মৌসুমে রোনালদোদের সামনে এখনো দুটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষে তারা শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে। এছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বেও তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ