বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বছর ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বাঁ হাঁটুতে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই নেইমার মাঠে ফিরলেন সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে। এক বছর পর মাঠে ফিরে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি ব্রাজিলিয়ান এ তারকা।
৩৬৯ দিন পর ঘুচলো সেই অপেক্ষা। নেইমার মাঠে নামবেন, তবে কখন সেই মাহেন্দ্রক্ষণটি আসবে, সে অপেক্ষায় থাকলো আরব আমিরাতের শহর আল আইনের হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা।
অবশেষে মাঠে নামতে পারলেন ব্রাজিল তারকা। গতকাল সৌদি ক্লাব আল হিলালের জার্সি গায়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আরব আমিরাতের ক্লাব আল আইনের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে মাঠে নামলেন তিনি। নাসের আল দাওসারির পরিবর্তে মাঠে নামেন এই সুপার স্টার।
নেইমারের ফেরার ম্যাচটাও ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। ৯ গোলের এই ম্যাচটি ছিল টান টান উত্তেজনায়পূর্ণ। ৯ গোলের ম্যাচে নেইমারের ক্লাব আল হিলাল ৫-৪ গোলে হারায় আল আইনকে।
নেইমার কোনো গোল করতে পারেননি। তবে এই ম্যাচে হয়েছে দুটি হ্যাটট্রিক। আল হিলালের সালেম আল দাওসারি এবং আল আইনের সোফিয়ানে রাহিমি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ