ঢাকা, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

দেশের মাটিতে ৪৬ রানে অলআউট ভারত, ৫ জনই ডাক!

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২৪, ১৪:১৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ১৪:২২

প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বেঙ্গালুরু টেস্টের খেলা মাঠে গড়ায় ম্যাচের দ্বিতীয় দিনে। তবে এদিন সফরকারী কিউইদের বিপক্ষে লজ্জার রেকর্ড গড়েছে স্বাগতিক ভারত। ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্কের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ৪৬ রানে। দেশের মাটিতে টেস্ট ইনিংসে মেন ইন ব্লু’দের সর্বনিম্ন স্কোর এটি।

এর আগে ১৯৮৭ সালে দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে অলআউট হয়েছিল ভারত। এতদিন এটিই ছিলো দেশের মাটিতে নিজেদের সর্বনিম্ন টেস্ট ইনিংস।

এছাড়া নিজেদের টেস্ট ইতিহাসের পরিসংখ্যানে এটি ভারতের তৃতীয় ও সার্বিক টেস্ট ইতিহাসের ১৮তম সর্বনিম্ন স্কোর এটি।

এদিন, রিশভ পান্ত ও জয়সওয়ালের ব্যাট থেকে আসে যথাক্রমে ২০ ও ১৩ রান। বাকি ব্যাটাররা বিদায় নেন এক অঙ্কের রানে।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ