ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

ব্যর্থ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরলো বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫২ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৫

ভারত সফরে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাও করতে পারেনি টাইগাররা। অবশেষে ব্যর্থতার মিশন শেষে দেশে ফিরেছে শান্ত বাহিনী।

রোববার (১৩ অক্টোবর) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন।

হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এ ছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

ভারত সফরে ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি দেখা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। শুধু তাই নয় বোলাররাও ভালো কিছু করতে পারেনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ