ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

বিদায়ী ম্যাচে বিবর্ণ মাহমুদউল্লাহ, ৮ রান করে ফিরলেন সাজঘরে

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৪, ২৩:০০

নিজের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসকে রাঙাতে পারলেন না সাইলেন্ট কিলারখ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ। শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামেন তিনি। তবে ব্যাট হাতে দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হন রিয়াদ। ব্যক্তিগত ৮ রানে মায়াঙ্ক ইয়াদভের বলে রিয়ান পরাগের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে, বল হাতে ২ ওভারে ২৬ রানের খরচায় ১টি উইকেট তুলে নেন মাহমুদউল্লাহ। শেষ উইকেট হিসবে তিনি আউট করেন ভারতীয় অধিনায়ক সুরিয়ায়কুমারকে।

উল্লেখ্য, দেশের জার্সিতে মাহমুদউল্লাহ খেলেছেন ১৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সংক্ষিপ্ততম সংস্করণের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২ হাজার ৪ শ’র বেশি রানের পাশাপাশি ৪০টি উইকেটও রয়েছে তার।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ