ঢাকা, শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ৮ রবিউস সানি ১৪৪৬

আজ মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ 

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২৪, ১৪:১৩

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। এবার শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামছে টাইগাররা। ভারতের হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুই দল। টি স্পোর্টস ও স্পোর্টস ১৮–১ এ দেখা যাবে ম্যাচটি।

এ ম্যাচে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার রিপোর্ট। তবে ম্যাচ পণ্ড হবার সম্ভাবনা কম। রাজিব গান্ধী স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক। এখানে হওয়া দুটি ম্যাচের প্রথমটি হয়েছিল ২০১৯ সালে। যেবার অজিদের দেয়া ১৮৭ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখে জিতেছিলে ভারত।

দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০৭ রান করেও জিততে পারেনি। এটাতেও ৬ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে ব্যাটিং সহায়ক পিচ হলেও এখানে দাপট থাকে স্পিনারদের। তাই বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। অভিষেক হবার সম্ভাবনা আছে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের।

বাংলাদেশের মিডলঅর্ডারের বড় ভরসা রিয়াদ। তাই শেষ ম্যাচেও তার কাছ থেকে বড় কিছুর আশা করতেই পারেন টাইগার ভক্তরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ