ঢাকা, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

ভারতে ‘শিক্ষাসফর’ করতে পেরে ভাগ্যবান বাংলাদেশ

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২৪, ১৯:০৮

দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টি-টোয়েন্টিতেও একই পরিণতির দিকে হাঁটছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) শেষ ম্যাচে হায়দরাবাদে ধবলধোলাই এড়াতে ভারতের মুখোমুখি হবে সফরকারীরা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে শুক্রবার (১১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস। তিনি বলেন, ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কী না, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে।’

ভারত সফরে জয় এখনো অধরা, শিক্ষাই তাই সবেধন নীলমণি। এই প্রসঙ্গে পোথাসের মন্তব্য, ‘আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে। আপনি চাইলে বিশ্বের সেরা কারও সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা (শিক্ষা) কোনো সমস্যা নয় আমাদের।’

পরিসংখ্যান যদিও বলছে, বাংলাদেশ ক্রিকেটে আপাতত উল্টোরথ চলছে। ২০১৯ সালে ভারত সফর করেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল দিল্লিতে। এবার প্রথম দুটি হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে। শেষ টি-টোয়েন্টিতে কী হবে বলে দেবে সময়।

তবে এখন পর্যন্ত চার ম্যাচ ধরলে, পাঁচ বছর আগের পারফরম্যান্স থেকে যে অবনতি হয়েছে, তা মেনে নিতে কারও বিশেষ আপত্তি থাকার কথা নয়।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ