ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

উইকেট ভালো ছিল, আমরাই ভালো খেলিনি: তাসকিন

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৬

দিল্লির ‘ব্যাটিং স্বর্গে’ বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের ব্যাটাররা, স্কোরবোর্ডে তুলেছেন ২২১ রান। অথচ সেই একই পিচে একেবারে ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্স বাংলাদেশের ব্যাটারদের। অরুন জেটলি স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব উইকেটে তাদের সংগ্রহ ‘মাত্র’ ১৩৫! এ নিয়ে বিভিন্ন মহলে বেশ সমালোচনাতেও পড়তে হয়েছে টাইগার ব্যাটারদের।

ফলে এক ইনিংস যেতেই আসলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। ৮৬ রানে হারের পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে পেসার তাসকিন আহমেদ বললেন, বড় রান হওয়াতেই হেরে গিয়েছি।

টসে জিতে আগে বোলিং বেছে নেয়া কি ভুল ছিল? তাসকিন অবশ্য তা মনে করেন না। পাওয়ার প্লেতে ভারতের রান ছিল ৩ উইকেটে মাত্র ৪৫। সেটি মনে করিয়ে তাসকিন বলেন, ‘দেখুন, পাওয়ারপ্লেতে আমরা ভালো করেছি। দুর্ভাগ্যজনকভাবে স্পিনারদের খারাপ দিন গিয়েছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল। বড় রান হওয়ায় হেরে গিয়েছি। ১৮০ থেকে ১৯০-এর মধ্যে রাখা গেলেও রান তাড়া সম্ভব ছিল।’

দিল্লির উইকেট নিয়ে তাসকিনের কথা, ‘আমরা জানতাম, দিল্লির উইকেটে অনেক রান হবে। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি।’

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ