স্কটল্যান্ডকে হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপের নবম আসরে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি জ্যোতি-নাহিদারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংলিশরা।
শনিবার (৫ অক্টোবর) আগে ব্যাট করে বাংলাদেশকে ১১৯ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান তুলতে পারে বাংলাদেশ। এতে ২১ রানের জয় পায় ইংল্যান্ড।
আগে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ইংলিশরা। দুই ওপেনার মাইয়া বাউচিয়ার ও ড্যানিয়েল ওয়াট-হজ মিলে গড়েন ৪৮ রানের উদ্বোধনী জুটি। ব্যক্তিগত ২৩ রানে রাবেয়া খানের বলে নাহিদা আক্তারের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন বাউচিয়ার। অপর ওপেনার ড্যানিয়েল ওয়াটের ব্যাট থেকে আসে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ৪১ রান। অ্যামি জোন্স করেন অপরাজিত ১২ রান। এছাড়া বাকি ব্যাটাররা দুই অঙ্কের রানে পৌঁছাতে ব্যর্থ হলে ১১৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও রিতু মনি। একটি উইকেট তুলে নেন রাবেয়া খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সর্বোচ্চ ৪৪ রান আসে শোভানা মোস্তারির ব্যাটে। বাকিদের মধ্যে নিগার সুলতানার ১৫ রান ছাড়া সবাই প্যাভিলিয়নে ফেরেন এক অঙ্কের রানে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৯৭ রানে থামে বাংলাদেশ। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট তুলে নেন লিন্সে স্মিথ ও ডিন।
উল্লেখ্য, এ ম্যাচের ফলাফলে গ্রুপ টেবিলে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে তারা।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ