চলতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (শনিবার) ইংল্যান্ডে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।
মাঠে নামার আগে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে এসে জয়ের লক্ষ্যের কথা জানান টাইগ্রেস পেসার জাহানারা আলম। ইংল্যান্ড ম্যাচেও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে মনে করেন তিনি, ‘এটা (জয়) আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। এভাবে শুরু করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
টানা দ্বিতীয় জয় সম্ভব বলে মনে করেন জাহানারা, ‘সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও হতে পারে। আপনি যদি সেই ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।’
একইসঙ্গে ইংল্যান্ডকে হারানো বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বড় অর্জন হবে বলেও মনে করেন এই পেসার, ‘এটা আমাদের জন্য বড় একটা অর্জনও হবে। অবশ্যই, আমরা জয়ের জন্যই খেলব। অবশ্যই, ইংল্যান্ড খুবই কঠিন প্রতিপক্ষ। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। তাদের জন্য আমাদের বিশেষ কোন পরিকল্পনা আছে ব্যাপারটা এমন নয়। হ্যাঁ, আমাদের একটা পরিকল্পনা আছে এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব।’
আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচের ভেন্যু সারজাহতেই হবে জ্যোতিদের এই ম্যাচটিও।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ