বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৈশ্বিক এ টুর্নামেন্টে কেবল হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশের। আগের পাঁচ বিশ্বকাপের ২১ ম্যাচ খেলে বাংলাদেশ জয় পেয়েছে মোটে দুটি ম্যাচে। যার শেষটা এসেছিল এক দশক আগে, ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে!
মূল লড়াই শুরুর আগে আত্মবিশ্বাসের রসদ পেল বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয়টিতে তারা জয়ের দেখা পেল পাকিস্তানের বিপক্ষে।
দুবাইয়ে আইসিসি একাডেমির ২ নম্বর মাঠে সোমবার নিগার সুলতানাদের জয় ২৩ রানে।
টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের মধ্যে সাথী রাণী ১৬ বলে ২৩ ও দিলারা আক্তার ৮ বলে ১০ রান করে আউট হন। সোবহানা মোস্তারি ২৪ বলে ১৫ রান করেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২২ বলে ১৮ রান।
শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ৩ চারে ১৭ বলে ২৮ রান করেন তিনি। ৮ বলে ১৪ রান আসে রিতু মণির ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন সাদিয়া ইকবাল।
রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৩৩ বল খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন উমাইমা সোহাইল। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ফাতিমা সানার ব্যাটে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।
এর আগে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে বিশ্বকাপের আগে দুইটি ম্যাচের একটিতে জয় ও একটিতে হারের মুখ দেখল নিগার সুলতানারা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। সেটিই এবারের আসরের উদ্বোধনী ম্যাচ।
সাম্প্রতিক সময়গতকাল সাথি রাণী ও দিলারা আক্তারের উদ্বোধনী জুটিতে ৩ ওভারেই ৩৩ রান পেয়েছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে দলকে ৩৩ রানে রেখেই ড্রেসিংরুমের পথ ধরেন দিলারা (৮ বলে ১০ রান)। পরের ওভারের শেষ বলে আরেক ওপেনার সাথি বিদায় নেন ১৪ বলে ৫ চারে ২৩ রান করে।
বাংলাদেশের প্রথম সাত ব্যাটসম্যান গতকাল দুই অঙ্ক ছুঁয়েছেন। কিন্তু ৩০ এর কোঠা পেরোতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৮ রানের (১৭ বল) ইনিংসটা এসেছে স্বর্ণা আক্তারের ব্যাট থেকে।
পাকিস্তানকে গুঁড়িয়ে দেয়ার পথে বল হাতেও বড় অবদান রেখেছেন স্বর্ণা। ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া রাবেয়া, মারুফা ও ফাহিমাও দুটি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন নাহিদা। ফাহিমার দারুণ ফিল্ডিংয়ে রান আউটে অন্য উইকেটটি হারিয়েছে পাকিস্তান।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ