ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২২

বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠ পরিদর্শন শেষে তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

কানপুরে আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি হচ্ছে না। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে লাঞ্চের আগে আর বল মাঠে গড়ায়নি। যদিও মাঠের বেশির ভাগ কাভার তুলে ফেলা হয়েছিল। শোনা যাচ্ছিল, মাঠ খেলার উপযোগী।

প্রথম সেশন গড়িয়ে যখন দ্বিতীয় সেশনও শেষের পথে, তখন আম্পায়াররা তৃতীয় দফায় মাঠ পরিদর্শনের পর সিদ্ধান্ত নিলেন ম্যাচ পরিত্যক্ত করার জন্য।

খেলোয়াড়দের জানানো হয়েছিল আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু করা যাচ্ছে না। তাই আজ হোটেল থেকেও আসেননি দুই দলের খেলোয়াড়েরা। আর সাংবাদিকদের বলা হয়েছে, খেলা শুরু হচ্ছে না আলোক স্বল্পতার কারণে।

প্রথম যে ৩৫ ওভার খেলা হয়, তাতে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক। মুশফিক অপরাজিত আছেন ৬ রানে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ