বাংলাদেশ চলমান সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে উঠেছে। আজ ফাইনালে ওঠার লড়াই তাদের; প্রতিপক্ষ পাকিস্তান। এ ম্যাচে জিততে পারলেই ফাইনালে উঠবে লাল-সবুজের জার্সিধারীরা। আর হারলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। আজ সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে বাংলাদেশ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। কিন্তু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেয় তারা।
টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তিন ম্যাচে গোল করেছে নয়টি। সুবহান করিম একাই করেছেন ৩ গোল। সেমিফাইনালের আগে কোচ সাইফুল বারীর জন্য চিন্তার কারণ হতে পারে গোল করত না পারাটাই।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক নুরুল বলেন, গ্রুপ পর্বে দুটি ম্যাচ ভালো–খারাপ মিলিয়ে খেলেছি আমরা। এখন নকআউট পর্ব।
তিনি আরও বলেন, ‘অনুশীলনে আগের ভুলগুলো শুধরে তৈরি হয়েছি। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনেক ভালো দল। ওরা গ্রুপ সেরা হয়েছে। তবে আমরা আশা করি, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ