ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিতে কানপুরে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব

প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫

কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও সময় মতো শুরু হতে পারছে না।

প্রথম দিন প্রবল বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলাও সময় মতো শুরু হতে পারছে না।

গতকাল বৃষ্টি বাধার আগে প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক ৪০* ও মুশফিকুর রহিম ৬*।

সন্ধ্যার পর থেকেই সেখানে ভারি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ভারতীয় দল টিম হোটেলে ফিরে গেলেও বাংলাদেশেরও টিম হোটেলে ফিরে যাওয়ার কথা রয়েছে।

চেন্নাইতে ৪ দিনেই টেস্ট হেরেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কানপুর টেস্টে নিজেদের সামর্থ্যের সবটুকু দেখাতে চেয়েছিলেন তারা। প্রথম দিনের ব্যাটিংও কিছুটা ইতিবাচক ছিল। তবে বৃষ্টি বাধায় এ টেস্টের শেষ পর্যন্ত ফল কী হতে যাচ্ছে, তা বুঝা দায়। আবহাওয়া বলছে, আগামীকালও থাকছে বৃষ্টির আভাস।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ