ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দুই ওপেনারের বিদায়ে শুরুতেই চাপে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২

নতুন বলে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে ভালোভাবেই সামলেছেন তারা। তবে আকাশ দীপ আক্রমণে এসেই দুই ওপেনারকে ফেরালেন।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে শুরুতে বোলিং নেয় ভারত। কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন জাকির হাসান ও সাদমান ইসলাম। দেখেশুনেই খেলতে থাকেন এই দুই ওপেনার। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হলেন তারা।

দিনের শুরুতেই ফিরে গেলেন জাকির হাসান। ২৪ বলে শূন্য রান করে আকাশ দীপের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জাকির। তার বিদায়ে ২৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আরেক ওপেনার সাদমানকেও ফেরান আকাশ। ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই ওপেনার। গুড লেংথে পড়ে সাদমানের সামনের পায়ে লাগে বল। তাতে আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নেয় ভারত। এমনিতে দেখে মনে হয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল বল লেগ স্টাম্পে লাগত।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ