ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন জ্যোতিরা

প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৬

আগামী মাসের শুরু দিকে নারী টি-২০ বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে নিরাপত্তার অজুহাতে বিশ্ব আসরটি সরিয়ে নেয় আইসিসি। টি-২০ বিশ্বকাপের নবম আসরটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

এ টুর্নামেন্টে খেলতে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী টি-২০ দল। এবারের বিশ্বকাপে একটি জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ জিতেছিল তারা। ওই ম্যাচের পর এখন অবধি আর কোনো জয় আসেনি বাংলাদেশের।

এবারের বিশ্বকাপের ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে তারা। বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এ গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

৩ অক্টোবর বিকেল ৪টায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশের মেয়েরা। এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ও ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে তারা।

বাংলাদেশ দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ