ঢাকা, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

‘হোম সিরিজ খেলতে সাকিবের কোনো সমস্যা হওয়ার কথা না’

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৮

হাসিনা সরকারের পতনের পর সাকিব আল হাসান হারিয়েছেন সংসদ সদস্যের পদ। দায়ের করা হয়েছে হত্যা মামলা। তবুও দৃঢ়চেতা সাকিব চালিয়ে যাচ্ছেন নিজের সহজাত খেলা। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সাকিব দেশের মাটিতে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছেই না ভক্তদের।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আওয়ামী লীগের বেশিরভাগ সংসদ সদস্য এখন আত্মগোপনে। একমাত্র দেশের জার্সিতে খেলে যাচ্ছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ইংল্যান্ডে খেলেন কাউন্টি ক্রিকেটে।

বর্তমানে রয়েছেন ভারতে। সেখানে ভারতের সঙ্গে টেস্ট সিরিজের পর খেলবেন টি-টোয়েন্টিতে। চেন্নাইয়ে প্রথম টেস্টে আহামরি কোনো কিছু করতে পারেননি তিনি। ভারত সফরের পর কোথায় যাবেন সাকিব।

হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফিরলে পড়তে পারেন আইনি জটিলতায়। শঙ্কা থাকবে গ্রেপ্তারের। যদিও আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন, অন্যায়ভাবে কাউকেই হয়রানি করা হবে না।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, উপদেষ্টারা নিশ্চিত করেছেন সাকিবকে অযথা হেনস্থা করা হবে না।

আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা পা রাখবে টাইগারদের ডেরায়। সেখানে তাদের চেপে ধরতে সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের কোনো বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই সিরিজ খেলতে পারবেন তো সাকিব?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলতে সাকিবের কোনো সমস্যা হওয়ার কথা নয়।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফীস বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন.... বাংলাদেশ সরকার থেকে যে পরিস্কার ম্যাসেজটা আছে- যে মামলাগুলো হয়েছে এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্থা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে অন্তর্বর্তী সরকার তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। ইঞ্জুরি ও সিলেকশনজনিত ইস্যু না থাকলে, এখন পর্যন্ত সাকিবের হোম সিরিজ না খেলার কোনো কারণ আমি দেখছি না।

নাফীস আরও বলেন, উপদেষ্টাগণ তাদের এবং সরকারের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন। আমি কোনো সংশয় দেখছি না।

চলতি বছরের সব টেষ্টেই খেলার নিশ্চয়তা বিসিবিকে আগেই দিয়ে রেখেছেন সাকিব। তাই তো রাজনৈতিক হেনস্থাকে পাত্তা না দিয়ে ঘরের মাঠে সিরিজ খেলতে বেশ ব্যগ্র হয়ে আছেন তিনি। বিসিবির নির্বাচক কমিটিও সাকিবকে শুধু ক্রিকেটীয় দিক বিবেচনা করেই দলে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেবে। ইনজুরি বাঁধা হয়ে না দাঁড়ালে সাকিব আল হাসান ঘরের মাঠে খেলতে পারেন দুই ম্যাচের এ টেষ্ট সিরিজ।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ