আলোক স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয় একটু আগেভাগেই। রাতে বৃষ্টিও হয়েছে। তবে চতুর্থ দিনের সকালে নেই বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে খেলা।
তবে মেঘ রয়েছে আকাশে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় ভারতীয় পেসারদের সামলানোর চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটারদের। আগের দিনের ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। শান্ত ৫১ ও সাকিব ৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ৫১৫ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জাকির হাসান–সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ভারতের মাটিতে সর্বোচ্চ ৬২ রানের ওপেনিং জুটি ভাঙেন জসপ্রিত বুমরা।
৪৭ বলের ইনিংসে ৫ চার ১ ছক্কায় ৩৩ রান করেন জাকির। আরেক ওপেনার সাদমান, অশ্বিনের বলে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে ক্যাচ দেন (৬৮ বলে ৩৫)। এর পর বেশি সময় ক্রিজে টিকতে পারেননি মুমিনুল হক ও মুশফিকুর রহিম। এ দুজনকে সাজঘরে ফেরান অশ্বিনের বলে। মুশফিক আউট হন মিডঅনে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে। আর লাইন মিস করে বোল্ড হন মুমিনুল।
ভারতের চেয়ে ৩৫৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। টাইগারদের হাতে রয়েছে ৬ উইকেট।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ