ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। তার আগে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চিদাম্বরম স্টেডিয়ামে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ৩৬টি টেস্ট। ভারতের প্রথম টেস্ট জয়সহ অনেক প্রথমের সাক্ষী এ চিদাম্বরম। তবে এই চিদাম্বরম স্টেডিয়ামেই বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

এর আগে, পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে ২-০তে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। যা ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে ক্রিকেটারদের। সেই অনুপ্রেরণা নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নামছে নামজুল হোসেন শান্তর দল।

এবার ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। দল। আজ প্রথম টেস্ট মাঠে গড়ানোর পর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

এরপর লম্বা বিরতি দিয়ে ৬ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টি-২০ ম্যাচ। এরপর ৯ ও ১২ অক্টোবর আরও দুটি টি-২০ ম্যাচ খেলে ভারত সফর শেষ করবে শান্তর দল। টি-২০ সিরিজের সম্ভাব্য ক্রিকেটাররা বর্তমানে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ