ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভিন্ন আঙ্গিকে নারী টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৯

আসন্ন নারী টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ভিন্ন আঙ্গিকে নারী টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি। যেখানে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রবাসী বাঙালিরা। কানাডা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার-জাহানারাদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন।

ভিডিও বার্তার শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যথারীতি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। আছেন নাহিদা-জাহানারাদের মতো অভিজ্ঞরাও। এবারের নারী টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি।

১০ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

নারী টি–২০ বিশ্বকাপের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি, দিশা বিশ্বাস।

৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এ তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ