ডান পায়ের গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে ছিলেন দুই মাস। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ পর ফিরলেন প্রতিযোগিতামূলক ফুটবলে। আর এ ফেরাটাকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি।
বাংলাদেশ সময় রোববার (১৫ সেপ্টেম্বর) আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে নিজেদের মাঠে মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়াকে ৩-১ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। যদিও মেসির ফেরার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে মার্কিন ক্লাবটি। মিকায়েল উরের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া।
মেসির পায়ের জাদুতে মিয়ামি প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৬ মিনিটে। ম্যাচের ২৬ মিনিটে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের গোলে জাল খুঁজে নেন মেসি। এর চার মিনিট পরই দলকে লিড এনে দেন আর্জেন্টাইন জাদুকর। এবারও মেসির গোলে সহায়তা করেছেন তার আরেক বার্সা সতীর্থ জর্ডি আলবা।
প্রথমার্ধে এগিয়ে যাওয়া মিয়ামি দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সেসব কাজে লাগাতে পারেনি। ফিলাডেলফিয়াও আর গোলের দেখা পায়নি। এদিকে ম্যাচের যোগ করা সময়ের ৮ মিনিটে মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ফলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ