গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হলো আর্জেন্টাইন তারকা ফুটবলারকে। অবশেষে রোববার (১৫ সেপ্টেম্বর) চিরচেনা রূপে ফিরছেন মেসি।
আগামীকাল ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও খেলায় ফিরবেন আর্জেন্টিনার অধিনায়ক। তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ মার্তিনো।
আজ সংবাদ মাধ্যমে মার্তিনো বলেছেন, ‘হ্যাঁ, সে এখনো ভালো আছে। গতকাল সে অনুশীলনে ফিরেছে। আগামীকালের ম্যাচের জন্য সে বিবেচনায় আছে। আজকের সেশন শেষে আমরা তার কৌশল ঠিক করব। তবে তাকে পাওয়া যাচ্ছে।’
সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলেছেন মেসি। চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে তিনি।
অনুশীলন শুরু করলেও ফ্লুতে ভুগছিলেন। তাই শঙ্কা জেগেছিল ঘরের মাঠে তাকে পাওয়া যাবে না। এতে ইন্টার মায়ামির অধিনায়কের ফেরাটা আর দীর্ঘায়িত হওয়ার শঙ্কা ছিল।
তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন মার্তিনো। তিনি জানিয়েছেন, মেসির ফ্লু একদিন মাত্র স্থায়ী ছিল।
বুধবারের অনুশীলন করতে না পারার বিষয়ে মিয়ামি কোচ বলেন, ‘হ্যাঁ (উদ্বেগ ছিল)। কারণ, গোড়ালির চোট থেকে সরে ওঠার সময় গলায়ও সমস্যা দেখা গেছে। যে কারণে সে অনুশীলন করতে পারেনি।’
শিষ্যকে শুরুর একাদশে রাখবেন কি না এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সৌভাগ্যবশত, তার ফ্লু একদিন স্থায়ী ছিল। গতকাল স্বাভাবিকভাবেই অনুশীলন করেছে। আশা করি, আজকে আরও ভালোভাবে অনুশীলন সারবে। কৌশলের ওপর নির্ভর করে তার বিষয়টি (একাদশে থাকা) বিবেচনা করা হবে।’ মার্তিনো সরাসরি না বললে শোনা যাচ্ছে ফিলাডেলফিয়ার বিপক্ষে শুরুর একাদশেই থাকবেন মেসি। ম্যাচটি শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ