ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০০ কোটি অনুসারী রোনালদোর

প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩১

আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ড আমার পেছনে ছুটে। এমন কথায় বলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু কথা নয়, কাজেও প্রমাণ করেছেন এ পর্তুগিজ সুপারস্টার। কদিন আগেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এ ফুটবলার।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও গড়লেন বিশ্ব রেকর্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলে ১ বিলিয়ন বা ১০০ কোটি ফলোয়ারের মালিক হয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার ৬৩ কোটি ৯০ লাখ। এক্স-এ তার অনুসারী ১১ কোটি ৩০ লাখ এবং ১৭ কোটি ৫ লাখ ফেসবুকে। গত ২১ আগস্ট ইউটিউবে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ নামের চ্যানেল খুলে ৯০ মিনিটের মধ্যে ১০ লাখ সাবস্ক্রাইবার পেয়েছিলেন, যা বেড়ে ৫ কোটি হতে একসপ্তাহও লাগেনি। বর্তমানে তা ৬ কোটি ৬ লাখে ঠেকেছে। এছাড়া চীনা প্ল্যাটফর্ম কুয়াইশো ও ওয়েইবোতেও তার লাখ লাখ ফলোয়ার আছে।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিক্রিয়ায় রোনালদো এক্স-এ লিখেছেন, ‘আমরা ইতিহাস গড়লাম, ১০০ কোটি ফলোয়ার। এটা শুধু একটি সংখ্যার চেয়েও বেশি কিছু। এটা আমাদের ভাগাভাগি করে নেওয়া আবেগ, উদ্যম, খেলার প্রতি ভালোবাসা ও তার বাইরের আরও অনেক কিছুর প্রমাণ।’

কৃতজ্ঞতা জানিয়ে ৩৯ বছর বয়সী লিখেছেন, ‘মাদেইরার রাস্তা থেকে বিশ্বের বড় মঞ্চে আমি আমার পরিবার ও আপনাদের জন্য সবসময় খেলেছি। এখন আমরা ১০০ কোটি একত্রিত হয়েছি। আমার চলার প্রতিটি পথে আপনারা সঙ্গে ছিলেন, সব উত্থানপতনের মধ্যে। এই যাত্রা আমাদের যাত্রা এবং একসঙ্গে আমরা দেখিয়েছি আমাদের অর্জনের কোনও সীমানা নেই ‘

শেষে রোনালদো লিখেছেন, ‘আমার প্রতি আস্থা রাখার জন্য, আপনাদের সমর্থনের জন্য ও আমার জীবনের অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। এখনো সেরাটা আসেনি। আমরা একসঙ্গে এগিয়ে যাবো, জিতবো এবং ইতিহাস গড়তে থাকব।’

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ