ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলকে হারিয়ে নেশন্স লিগে ইতালির জয়

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪

শুরুটা একটু অগোছালো হলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। শেষ দিকে ব্যবধান কমিয়ে ইসরায়েল নাটকীয়তার আভাস দিলেও, শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। টানা দুই জয়ে নেশন্স লিগে গ্রুপের শীর্ষে অবস্থান মজবুত করেছে লুচিয়ানো স্পালেত্তির দল।

নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতালি দারুণভাবে শুরু করেছিল নেশন্স লিগ অভিযান। দ্বিতীয় ম্যাচেও ইসরায়েলের বিপক্ষে আধিপত্য ছিল আজ্জুরিদের।

ম্যাচের ৩৮ মিনিটে লিড নেয় ইতালি। ফেদেরিকো দিমার্কোর ক্রস দাভিদে ফ্রাত্তেসি জড়ান জালে। দ্বিতীয় গোল আসে ৬২ মিনিটে। এবার ইতালির ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার ময়েস কিন।

তবে ৯০ মিনিটে এক গোল শোধ দেয় ইসরায়েল। আবু ফনি স্কোরশিটে নাম তুললেও ২-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইসরায়েলকে। টানা দুই হারে গ্রুপের তলানিতে রয়েছে ইসরায়েল।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ