ভুটানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজে এগিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এই হারে ১-১ এ সমতায় থেকে সিরিজ শেষ করলো বাংলাদেশ।
রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি গোছানো আক্রমণও করে তারা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে সময় নিয়ে আক্রমণের গতি বাড়ায় ভুটান। তবে তা আটকে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা।
ম্যাচের ৩৩ মিনিটে ভালো সুযোগ পায় ভুটান। কয়েকজনকে কাঁটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন ভুটানের ফরোয়ার্ড। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে শাহরিয়ার ইমনের নেওয়া শট আটকে দেন ভুটানের গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মারিয়া হয়ে খেলতে থাকে ভুটান। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে আক্রমণগুলো আটকে যায় অ্যাটাকিং থার্ডে।
ম্যাচের একদম শেষ দিকে ডেড লক ভাঙে ভুটান। কিঙ্গা ওয়াগচুক গোল করে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত তার গোলই জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটান।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ