ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

জাতির কাছে ক্ষমা চাইলেন পাকিস্তান অধিনায়ক

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৪

পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ শান মাসুদের দল। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট সহজে জিতলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। টাইগারদের সামনে তখন অপেক্ষা করছিল বড় ব্যবধানের হার।

এই হার থেকে শিক্ষা নিতে চায় পাকিস্তান। সামনের দিতে অতিদ্রুত দেশের ক্রিকেট উন্নতি করার জন্য কাজে মনোযোগ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মাসুদ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাসুদ বলেন, ‘আমরা জাতির কাছে ক্ষমা চাইছি। আমাদের সাধারণ লক্ষ্য হওয়া উচিত পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা।’

সিরিজ হারের কারণ হিসেবে মাসুদ অভিজ্ঞ ক্রিকেটারের অভাবের কথাও বলেছেন। তিনি বলেন, ‘টেস্ট ফরম্যাটে আমাদের আরো অভিজ্ঞ খেলোয়াড় দরকার। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, নির্বাচকরা এবং আমরা সকলেই একাদশ ও নির্বাচকদের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছি।’

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ