জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা আক্রমণাত্মক মেজাজেই খেলছে বাংলাদেশ, বিশেষ করে জাকির হাসান। প্রথম ৬ ওভারে ৪২ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ১ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২৩ বলে ৩১ রান। সাদমানের রান ১৯ বলে ৯।
বিনা উইকেটে ৪২ রান নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ দল। জয়ের জন্য বাংলাদেশের দরকার আরও ১৪৩ রান।
হাসানের পঞ্চম উইকেটেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকেরা ৪৬.৪ ওভার ব্যাট করে তুলেছে ১৭২ রান। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ, ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান।
২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান। অপরাজিত থাকা আগা সালমানের ৪৭ রানই সর্বোচ্চ, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪৩। বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান, নাহিদ রানার শিকার ৪৪ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।
নয়াশতাব্দী/ইএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ