ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

শেষ বেলায় ২ উইকেট হারাল পাকিস্তান, রাওয়ালপিন্ডিতে এগিয়ে বাংলাদেশ

প্রকাশনার সময়: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫৬

ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত বাংলাদেশ, তৃতীয় দিন শেষে এগিয়ে নাজমুলরা। খুররম শেহজাদের আউটের সঙ্গে শেষ হলো রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩.৪ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৯ রান তুলতেই হারিয়েছে ২ উইকেট। এক প্রান্তে সাইম আইয়ুব ৬ রান নিয়ে অপরাজিত।

দুই ইনিংস মিলিয়ে পাকিস্তান দল এগিয়ে ২১ রানে। আগামীকাল চতুর্থ দিনে বাকি ৮ উইকেটে ভর করে বাংলাদেশের সামনে কত রানের লক্ষ্য দিতে পারে, সেটিই দেখার বিষয়।

প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের আঘাত। অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আবদুল্লাহ শফিক (১০ বলে ৩ রান)।

হাসান প্রথম ইনিংসে উইকেট পাননি। তবে ব্যাট হাতে ৫১ বলে ১৩ রানের ধৈর্যশীল এক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নিয়েই উইকেট!

পাকিস্তানের রান ২ ওভার শেষে ১ উইকেটে ৭। আবদুল্লাহ শফিক আউট হওয়ার পর নাইটওয়াচম্যান সাইম আইয়ুবের সঙ্গে ক্রিজে আছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা খুররম শেহজাদ।

তাঁকে বোল্ড করে দিয়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ