ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

সফল দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরল বাংলাদেশ

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৪, ১৬:০৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ১৬:১০

রাওয়ালপিন্ডিতে টানা বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নেমে লাঞ্চ বিরতিতে ১ উইকেটে ৯৯ রান করে পাকিস্তান।

তবে লাঞ্চ বিরতির পর মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে দ্বিতীয় সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ওভারের পর এই সেশনে আরও উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ফলে ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ৮৪ রান দিয়ে চার উইকেট শিকার করেছে বাংলাদেশের বোলাররা। এতে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটা টাইগারদের দখলে। এর আগে ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে স্বপ্নের মতো শুরু করেছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারে ডানহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক।

দ্বিতীয় উইকেটে আরেক ওপনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক শান মাসুদ। দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত দলের বিপদ আর বাড়তে দেননি দুজন। ১ উইকেটে ৯৯ রান নিয়ে লাঞ্চে যান তারা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ