বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গার্মেন্টকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এর পরই বিশ্ব গণমাধ্যমের আলোচনায় দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ইতোমধ্যে তাকে দল থেকে অপসারণের জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে, যাতে অতি উৎসাহী হয়ে সাকিব আল হাসানকে গ্রেফতার করা না হয়।
তিনি বলেন, এই প্রক্রিয়াও দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন আমিনুলকে গ্রেফতার করা হয়েছিল। দিনের পর দিন তার জামিন বাতিল করা হয়েছে।
জামায়াতের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিল জামায়াতে ইসলামী। বহু বছর ধরে জামায়াতকে নিষেধাজ্ঞার চেষ্টা চলছিল। কিন্তু করেনি। জামায়াত নিষিদ্ধ করে ছাত্র আন্দোলন নির্মমভাবে দমন করতে চেয়েছিল। ছাত্র-জনতার বিপ্লবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জামায়াত নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। বর্তমান সরকার এই সিদ্ধান্তের অংশ হতে পারে না।’
আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন,‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে হাইকোর্টে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত নয়। যদি জঙ্গি তৎপরতা থাকে, অনুসন্ধান করে দেখে সেটি করা যেতে পারে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।’
আদালতে যাওয়ার সময় কারও ওপর আক্রমণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।
তিনি বলেন, তবে বিক্ষুব্ধ মানুষ থাকে। ১৬ বছরে অনেক বঞ্চনার শিকার হয়েছে অনেকে। মানুষের ক্ষোভ ও ক্রোধের বহিঃপ্রকাশ এটি। নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ