মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে নেপালকে হারাতে চায় বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৩৭

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বুধবার (২৮ আগস্ট) কাঠমান্ডুতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে।

ফাইনালে উঠে আসার পথে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে হারানোয় সে ফাইনালের আগে অবশ্য উজ্জীবিত মারুফুল হকের দল। প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জয়ের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ এ কোচ।

দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। দুর্দান্ত এক জয় পেলেও দলের মূল গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের চোট বেশ দুশ্চিন্তায় ফেলে টিম ম্যানেজমেন্টকে।

আঘাত বেশ গুরুতর হওয়ায় ফাইনালে তার সার্ভিস পাচ্ছে না দল। ফলে দেশে ফিরতে হচ্ছে তাকে। এদিকে, সেমিতে মেহেদির পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন মোহাম্মদ আসিফ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে বনে যান বাংলাদেশের জয়ের নায়ক। ফাইনালেও তার ওপরই ভরসা রাখবেন কোচ মারুফুল হক।

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। নেপালের কাছে ২-১ ব্যবধানে হারায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়েছিল লাল-সবুজদের। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে মারুফুল হকের দল।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ