পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

প্রকাশনার সময়: ২২ আগস্ট ২০২৪, ১৫:২৩
পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ কাজ বন্ধের নির্দেশ

নাজমুল হাসান পাপনের মেয়াদে বিসিবির সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ। নৌকার আদলে তৈরি করা এই স্টেডিয়ামের নকশা তৈরিতে পরামর্শক ফি ধরা হয়েছিল প্রায় ৬ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮০ কোটি টাকা)। সম্ভাব্য খরচ ছাড়িয়েছিল হাজার কোটি টাকা।

পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির প্রকল্প আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস বিভাগের প্রধান মাহবুব উল আনাম। বিশাল এই স্টেডিয়াম নির্মাণের পুরো ব্যয় বিসিবি থেকেই জোগান দেওয়ার কথা ছিল। শুরুতে প্রকল্পে ব্যয় ৮০০ কোটি ধরলেও পরে সেটি ছাড়িয়ে যায় হাজার কোটি টাকা। স্টেডিয়ামের বিভিন্ন বক্স, সদস্য ফি বিক্রি থেকে বিশাল এই নির্মাণ খরচ তোলার পরিকল্পনা ছিল বলে জানান মাহবুব উল আনাম।

স্টেডিয়ামের নির্মাণ কাজ এ বছরই শুরু করতে চেয়েছিল পাপনের বোর্ড। সে লক্ষ্যে তারা এ বছর ২৫০ কোটি টাকা বরাদ্দও রেখেছিল। কিন্তু ক্ষমতার পটপরিবর্তনে সবই বন্ধ রাখতে হচ্ছে বিসিবির।

নয়াশতাব্দী/ ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ