চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে বার্সেলোনা। বেনফিকার কাছে বার্সা হেরেছে ৩-০ গোলে৷
১৯৭২-৭৩ মৌসুমের পর ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে গ্রুপপর্বে টানা দুই ম্যাচ হেরে শুরু করল বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবটি। বার্সার বিপক্ষে অসাধারণ জয় পাওয়ার এই দিনে জোড়া গোল করেছেন উরুগুইয়ান ফরোয়ার্ড দারউইন নিউনেজ। বাকি গোলটা পর্তুগিজ ফরোয়ার্ড রাফা সিলভার।
ম্যাচ শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। এক ডিফেন্ডারকে কাটিয়ে নুনেজ গোলকিপারের পাশ দিয়ে জোরালো শটে বেনফিকাকে এগিয়ে নেন।
প্রতি আক্রমণে উঠে পর্তুগিজ ক্লাব বেনফিকা আরও দুটি গোল আদায় করে নেয়। রাফা সিলভা ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৭৯ মিনিটে নুনেজ নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় লক্ষ্যভেদ করেন।
ম্যাচের শেষ দিকে এসে স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে শেষ তিন মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে বার্সেলোনাকে।
এই ফলে আরও পরিষ্কার হলো মাঠে, মাঠের বাইরে বার্সা আসলেই ঘোর দুঃসময় কাটচ্ছে৷
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ