ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সাফ অনূর্ধ্ব-২০: বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২০ আগস্ট ২০২৪, ১১:০২

তিন দলের গ্রুপ থেকে দুটি দল চলে যাবে সেমিফাইনালে। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’তে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে নেপাল। ললিতপুরের আনফা কমপ্লেক্সে আজ এ লঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশের শেষ চারও নিশ্চিত হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল ৩টায়।

টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। অপরদিকে ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মাঠে গড়ায় এবারের সাফ চ্যাম্পিয়নশিপ।

টুর্নামেন্টে সবগুলো ম্যাচই বিকেল ৩টায় নেপালের দশরথ স্টেডিয়ামে। প্রথম ম্যাচকে সামনে রেখে ম্যাচ ভেন্যুতে অনুশীলন বাংলাদেশ। লক্ষ্য শিরোপা জয়।

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। ২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

সর্বশেষ ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত যুব সাফে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। দুই বছর পর এ প্রতিযোগিতায় শুধু ফাইনালই নয়, শিরোপার স্বপ্ন লাল-সবুজের দলটির। নেপালে যাওয়ার আগে কোচ এ কে এম মারুফুল হকের অধীনে ঢাকায় দুই সপ্তাহের ট্রেনিং করেছে দলটি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ