ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি পাপন

প্রকাশনার সময়: ১৫ আগস্ট ২০২৪, ২৩:১২ | আপডেট: ১৫ আগস্ট ২০২৪, ২৩:২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিসিবির একজন পরিচালককে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাপন।

নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করে ওই পরিচালক বলেন, ‘আজ সকালে পাপন ভাই পদত্যাগের বিষয়টি জানিয়েছেন। তিনি বোর্ড সংস্কারের পক্ষে রাজি আছেন।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশির ভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন।

৫ আগস্টের ঘটনার পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবির প্রেসিডেন্টও। জানা গেছে, তিনি লন্ডনে অবস্থান করছেন। একই জায়গায় বিসিবি’র পরিচালক এনায়েত হোসেন সিরাজও অবস্থান করছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ