ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বাঁচা-মরার ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে আর্জেন্টিনা

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৪, ১৭:৩৫

প্যারিস অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। এতে বড় একটা ধাক্কা খেয়েছে আলবিসেলেস্তেরা। আজ শনিবার সন্ধ্যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা। তবে এই ম্যাচ হারলে অলিম্পিক থেকে কার্যত তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এশিয়ান দেশ ইরাকের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এশিয়ান দেশটি নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তারা আছে শীর্ষেই। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ উজ্জীবিত দলটি। বিপরীতে শঙ্কায় রয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচ হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে অলিম্পিক থেকে।

অতীত ইতিহাস বলছে বিশ্বকাপ জেতা দলগুলো অলিম্পিকের পদকের লড়াইয়ে বরাবরই পিছিয়ে থাকে। ২০০৪ এবং ২০০৮ সালের অলিম্পিক ফুটবলে সোনাজয়ী আর্জেন্টিনার জন্য তাই কাজটা কিছুটা কঠিন। তারচেয়ে বড় কথা, নিকোলাস ওতামেন্ডির দলকে বৈরি পরিস্থিতির মাঝে খেলতে হবে।

মরক্কোর বিপক্ষে ম্যাচেও বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। বল পায়ে গেলেই শুনতে হয়েছে দুয়োধ্বনি। মানসিক চাপ আরও বেড়েছে দলের তারকা থিয়াগো আলমাদার চুরির ঘটনাতে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ