ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

প্রথম ম্যাচেই নজর কেড়েছেন শরিফুল, ব্যর্থ সাকিব

প্রকাশনার সময়: ২৭ জুলাই ২০২৪, ১২:৪৫

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসান ও শরিফুলের বাংলা টাইগার্স মিসিসাগাকে ৩৩ রানে হারিয়েছে মন্ট্রিয়েল টাইগার্স। মন্ট্রিয়েলের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৬ রানে থেমেছে সাকিবের দল।

শুক্রবার (২৬ জুলাই) রাতে ব্রাম্পটনের সিএএ সেন্টারে টস জিতে শুরুতে মন্ট্রিয়লকে ব্যাটিংয়ে পাঠান সাকিব। দ্বিতীয় ওভারে অধিনায়ক ক্রিস লিনের উইকেট হারালেও অ্যাগার ও টিম শেফার্ট শতরান পার করান মন্ট্রিয়লের দলীয় স্কোর।

এদিকে, মন্ট্রিয়ল টাইগার্সের বিপক্ষে বাংলা টাইগার্স মিসিসাগারের হয়ে মেডেন ওভারসহ মিতব্যয়ী বোলিংয়ে টাইগার পেসার শিকার করেছেন এক উইকেট। তবে শরীফুলের দারুণ বোলিং করলেও অভিজ্ঞ সাকিব ছিলেন উইকেটশূন্য। রানও দিয়েছেন বেশি।

ব্যাট হাতেও সাকিবকে পেছনে ফেলেছেন শরীফুল। সাকিব ৩ রানে আউট হলেও ৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি পেসার। শুরুটা ভালো হয়নি তাদের দল বাংলা টাইগার্স মিসিসাগার। মন্ট্রিয়ল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তারা।

সাইফার্ট ৪৪, অ্যাগার ৪১, দিলপ্রীত বাজওয়া ৪১* ও মানেন্তি ৪০ রান করেন। বাংলা টাইগার্স মিসিসিগারের পক্ষে ডেভিড ভিসা নেন ৩ উইকেট। নিজের শেষ ওভারে মানেন্তির উইকেট শিকার করেন শরীফুল। ৪ ওভারে দেন ১৬ রান। আর টানা ৪ ম্যাচ উইকেটশূন্য থাকলেন সাকিব।

বড় টার্গেট তাড়ায় ৬ বলে ৩ রান করে আউট হন তিনি। কাজে আসেনি ওপেনার রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো অর্ধশতক (৬৪)। আর ইফতিখার আহমেদ করেন ২৮ রান। ৮ রানে অপরাজিত ছিলেন শরীফুল।

সাকিব-শরীফুল ছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার কথা মোহাম্মদ সাইফউদ্দিনের। মন্ট্রিয়ল টাইগার্সের স্কোয়াডে আছেন তিনি। ভিসা জটিলতার কারণে কানাডা যেতে দেরি হওয়ায় মাঠে নামা হয়নি টাইগার অলরাউন্ডারের।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ