ঢাকা, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬

‘পাকিস্তানের হয়ে আর খেলার ইচ্ছে নেই ’

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৪, ১৫:৪০

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বলেছেন, জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগ্রহ হারিয়েছেন তিনি। পুরোপুরি সব ধরনের ক্রিকেট থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার।

দেশটির ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে শোয়েব মালিক জানান, এর আগে তিনি ক্রিকেটের দুই ফরম্যাট (টেস্ট এবং ওয়ানডে) থেকে অবসর নিয়েছেন। বাকি ছিল টি-টোয়েন্টি ক্রিকেট। এবার সেটিকেও বিদায় বললেন তিনি। সাক্ষৎকারে তিনি বলেন, ‘এত বছর খেলার পর আমি খুশি এবং সন্তুষ্ট। আবার পাকিস্তানের হয়ে খেলতে আমার কোনো আগ্রহ নেই।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি এর মধ্যেই দুটি ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেছি। আমি লিগ ক্রিকেট খেলছি এবং আমার সময় উপভোগ করছি, যেখানেই খেলার সুযোগ পাই, আমি তা কাজে লাগানোর চেষ্টা করি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের বিষয়ে জানতে চাইলে সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমার কোনো আগ্রহ নেই, তবে আমি আমার আগের সাক্ষাৎকারে যেমন বলেছিলাম, আমি সব ধরনের ক্রিকেট থেকে চিরতরে অবসরের ঘোষণা দেব।’

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে এবং ১২৪ টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক। ৩ ফরম্যাটে রান করেছেন ১১ হাজারের বেশি। আর উইকেট শিকার করেছেন মোট ২১৮।

এ ছাড়া টি-টোয়েন্টিতে ১৩,৩৬০ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। তার উপরে আছেন কেবল ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইল। ক্যারিবিয়ান এই ব্যাটারের রান ১৪,৫৬২।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ