শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সেমিতে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৬ জুলাই ২০২৪, ০৯:২২

নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য যেন অগ্নিপরীক্ষা। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ‘চাপকে জয় করে’ ফাইনালে নাম লেখাতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

ডাম্বুলায় আজ শুক্রবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশের সামনে বড় বাধা ভারত।

বাংলাদেশ স্কোয়াড-

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, ইসমা তানজিম, জাহানারা আলম, মারুফা আক্তার, মুর্শিদা খাতুন, রাবেয়া খান, রিতু মণি, রুবাইয়া হায়দার, রুমানা আহমেদ, সাবিকুন্নাহার জেসমিন, শরিফা খাতুন, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন।

ভারত স্কোয়াড-

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্দানা, উমায়া শেঠি, রিকা ঘোষ, দেয়ালান হেমলতা, তানুজা কানৌর, অরুন্ধুতি রেড্ডি, রেনুকা সিং, জেমিমা রদ্রিগেজ, সজীবন সানজানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, আশা সুবহানা, পূজা ভাস্কর ও রাদা যাদব।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ