শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সেমিতে ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশনার সময়: ২৫ জুলাই ২০২৪, ২২:৪৫

চলতি নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

শুক্রবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় ডাম্বুলায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

হার দিয়ে আসর শুরু হওয়ার পর টানা দুই জয়ে সেমির টিকিট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। থাইল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পর, মালয়েশিয়াকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগ্রেসরা।

গত বুধবার টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।

অন্যদিকে, টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে সবগুলোতেই দাপুটে জয় তুলে নিয়েছে ভারত।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ