ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষ মাঠে গড়ালো আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল

প্রকাশনার সময়: ১৫ জুলাই ২০২৪, ০৭:২৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৫

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের বাইরে সংঘর্ষের কারণে কোপা আমেরিকার ফাইনাল প্রথম আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ম্যাচটি আরও ৪৫ মিনিট পিছিয়ে দেয়া হয়েছে। অবশেষে বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটের পর আর্জেন্টিনা ও কলম্বিয়ার ফাইনাল মাঠে গড়িয়েছে।

নির্ধারিত সময়ে গেট খুলে দেয়ার পরে স্টেডিয়ামে উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। এতে নিরাপত্তাকর্মীরা বাধ্য হন টিকিটবিহীন কলম্বিয়ান ভক্তদের ওপর চড়াও হতে। প্রটোকল অবশ্য পুরোপুরি মানতে পারেননি মায়ামির নিরাপত্তায় থাকা পুলিশেরা। কলম্বিয়ান ভক্তদের অনেকেই ঢুকে পড়েছেন বিনা টিকিটে। পুরো বিষয়টি নিয়েই সেখানে তৈরি হয় বিশৃঙ্খলা।

ফাইনালকে কেন্দ্র করে বাড়তি ব্যবস্থা নিয়েও বিতর্ক এড়াতে পারেনি কনমেবল। চরম বিপাকের মাঝে পড়ে আয়োজকরা তাৎক্ষণিকভাবে স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৭৫ হাজার। তবে ধারণ ক্ষমতার অনেক বেশ দর্শক স্টেডিয়ামে চলে আসে ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে। তাদের অনেকেই বিনা টিকিতে খেলা দেখতে এসেছেন। তাদের মধ্যে বেশকিছু দর্শককে এরই মধ্যে আটকও করেছে মায়ামির পুলিশ।

অবশেষে সব ঝামেলার ইতি টেনে মাঠে গড়ালো ফাইনাল। সব বিতর্কের অবসান ঘটিয়ে এবার সবার চোখ মাঠের খেলার দিকে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ