আর মাত্র কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর ইউরোর ফাইনাল মাঠে গড়াবে। এতে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। জার্মানির বার্লিনের অলিম্পিয়াস্টাডন স্টেডিয়ামে বাংলাদেশ আজ রাত ১টায় শিরোপার লড়াইয়ে নামবে ইউরোপের সেরা দুই দল।
হিসেব নিকেশ চলছে ফাইনাল নিয়ে। যেখানে গৌরব তো আছেই, অর্থের হিসেবটাও মাথায় রাখতে চাইবে দুই ফাইনালিস্ট। মোটা অংকের প্রাইজমানি যে বাড়িয়ে দেবে চ্যাম্পিয়নদের শিরোপা জয়ের আনন্দ। চলতি আসরের প্রাইজমানি আগের মতো থাকলেও তা মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। এবারের আসরে মোট অর্থমূল্য ৩৩১ মিলিয়ন ইউরো! বাংলাদেশী টাকায় যা চার হাজার ২৩৫ কোটি ৮ লাখ ৮৫ হাজার টাকা!
যেখানে অংশ নেয়া ২০ দলের প্রত্যেকে পাবে ১০ মিলিয়ন ডলার তথা ১১৭ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা করে। এ ছাড়া গ্রুপপর্বের প্রতিটি ড্রয়ের জন্য ৫ লাখ ৩০ হাজার ডলার বা ৬ কোটি ২৩ লাখ ৩৩ হাজার টাকা ও প্রতিটি জয়ের জন্য রয়েছে ১০ লাখ ৭ হাজার ডলার বা ১১ কোটি ৮৪ লাখ ৩৩ হাজার টাকা। আর শেষ ষোলোতে থাকা দলগুলো পাব্ব পাবে আরও ১৬ লাখ ২০ হাজার ডলার বা ১৯ কোটি ৫ লাখ ২৭ হাজার টাকা।
কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো পাবে ২৬ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যেটার পরিমাণ ৩১ কোটি ৬৩ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা। শেষ চারে ওঠা দলগুলো পাবে ৪০ লাখ ৩০ হাজার ডলার করে। অর্থাৎ ৪৭ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ২৮৫ টাকা।
সাধারণভাবে রানার্স-আপ দল ৫.৪ মিলিয়ন ডলার ও চ্যাম্পিয়ন দল বোনাস হিসেবে পাবে ৮.৬ মিলিয়ন ডলার। অর্থাৎ সব ধরনের বোনাস মিলিয়ে চ্যাম্পিয়ন হওয়া দলের কোষাগারে জমা হবে ৩০.৪৩ মিলিয়ন ডলার পর্যন্ত পেতে পারবে। যা বাংলাদেশি মুদ্রায় ৩৫৭ কোটি ৮৮ লাখ ৫৭ হাজার টাকা।
এই ক্ষেত্রে খানিকটা কম বেশ হতে পারে ম্যাচ জয়ের পরিমাণ বিবেচনা করে। গ্রুপ রাউন্ডে সবগুলো ম্যাচ জেতায় স্পেন চ্যাম্পিয়ন হলে পুরো টাকাই পাবে। তবে ইংল্যান্ডের ক্ষেত্রে খানিক কমে আসবে অংক। কেননা গ্রুপ পর্বের সব ম্যাচে জেতা হয়নি থ্রি লায়ন্সদের।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ