চলতি কোপা আমেরিকার ফাইনাল আগামীকাল সোমবার মাঠে গড়াবে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় ভোর ৬টায় মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবমিলিয়ে অংশ নিয়েছে ১৬ দল। দল বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বাড়ছে। সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে এবার দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৮৪৬ কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৭০ কোটি টাকা।
উরুগুয়েকে টপকে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের প্রত্যাশায় প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা। ডি মারিয়াকে বিদায়ী উপহার দিতে সতীর্থদের একাট্টা করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
অন্যদিকে, ২৩ বছর পর কোপার দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে প্রত্যয়ী কলম্বিয়া। হামেস রদ্রিগেজের পুনর্জন্ম আর লুইস দিয়াজ-দানিয়েল মুনোজদের গতি দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করার পরিকল্পনা নেস্তর লরেঞ্জোর দলের।
এদিকে, আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে প্রায়ই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশি একটি চ্যানেলেই পুরো ফাইনাল দেখানো হবে।
বাংলাদেশে টি-স্পোর্টসে ফাইনাল ম্যাচ দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও দেখা যাবে খেলা। আর ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগ করা যাবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ