ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের হৃদয় ভেঙে ফাইনালে ইংল্যান্ড

প্রকাশনার সময়: ১১ জুলাই ২০২৪, ০৮:৪১ | আপডেট: ১১ জুলাই ২০২৪, ০৮:৪৬

প্রথমার্ধে ইংল্যান্ডের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডসই ভালো খেলছিল। একের পর এক আক্রমণে ইংলিশ রক্ষণকে তটস্থ করে রেখেছিল তারা। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়!

৯০ মিনিট চলছিল ১-১ সমতা নিয়ে। এমন সময়ে আচমকা গোল হজম করে বসে ডাচরা। ওলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের সেই গোলেই ৩৬ বছর পর ইউরোর ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ কমলা জার্সিধারীদের।

নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। গতবার ইতালির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল থ্রি লায়ন্সদের।

বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তের গোলে শেষ হাসি হাসে ইংলিশরা।

ইতোমধ্যে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন।

রবিবার রাতে বার্লিনের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্পেন। যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়েছে ২–১ গোলে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ