ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক ওপেনার নাফিস ইকবাল

প্রকাশনার সময়: ০৫ জুলাই ২০২৪, ১৫:০৫

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনারদের একজন হিসেবে বিবেচনা করা হয় নাফিস ইকবালকে। টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হলো। সদ্য সমাপ্ত বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গেই ছিলেন তিনি।

টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস। আজ শুক্রবার (৫ জুন) সেখানেই অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

তিনি বর্তমানে হাসপাতালেই অবস্থান করছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।

তিনি জানান, কয়েক দিন ধরেই মাথাব্যথায় ভুগছিলেন নাফিস। আজ অবস্থা বেশি খারাপ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

নাফিসের অসুস্থতার খবর জানিয়ে চট্টগ্রাম স্টেডিয়ামের পিচ কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিসিবির পরিচালক এবং নাফিজ ইকবালের চাচা আকরাম খান দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ