ঢাকা, শনিবার, ৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬

সকালে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা 

প্রকাশনার সময়: ০৪ জুলাই ২০২৪, ২২:৩৩

কোপা আমেরিকার এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে দাপটের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠেছে লিওনেল স্কালোনির দল। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সকালে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে শেষ চারে ওঠার লড়াইয়ে আগামীকাল আর্জেন্টিনার একাদশে লিওনেল মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আলবিসেলেস্তেদের অধিনায়ক। এরপর পেরুর বিপক্ষে খেলেননি তিনি।

তবে চোট থেকে মেসি সেরে ওঠেছেন বলেই ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি জানিয়েছেন, মেসিকে দলে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিনি।

পেরুর বিপক্ষে ম্যাচে মেসি না খেললেও আর্জেন্টিনা ম্যাচটি জিতে নিয়েছিল ২-০ গোলে। নিষেধাজ্ঞা থাকায় সেই ম্যাচে ডাগ আউটে দাড়াতে পারেননি স্কালোনি। জোড়া গোলে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক ছিলেন লাওতারো মার্টিনেজ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ