এবারের কোপা আমেরিকায় গ্রুপের সবগুলো ম্যাচ জিতে সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। এদিকে উরুগুয়ের সঙ্গী হয়েছে পানামা।
কোয়ার্টার ফাইনালে গ্রুপ সেরা হয়ে উঠা উরুগুয়ের সামনে পড়বে 'ডি' গ্রুপের রানার্সআপদের। সেই সম্ভাবনায় দাঁড়িয়ে কয়েকটি দল। ব্রাজিল যদি কলম্বিয়ার বিপক্ষে জিততে না পারে তাহলে শেষ আটে তাদের পড়তে হবে উরুগুয়ের সামনে।
কলম্বিয়াকে যদি ব্রাজিল হারায় তাহলে গ্রুপ সেরা হবে তারাই। সেক্ষেত্রে ব্রাজিল পাবে পানামাকে। ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনাও আছে। কলম্বিয়ার কাছে যদি তারা বড় ব্যবধানে হারে এবং কোস্টারিকা যদি প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারায় সেক্ষেত্রে দর্শক হয়ে যেতে হবে দরিভাল জুনিয়রের দলকে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ